কোহলিকে নিয়ে সিডনি সিক্সার্সের ‘এপ্রিল ফুল’, ভক্তরা বিভ্রান্ত!
প্রকাশিত : ১৩:৫৭, ১ এপ্রিল ২০২৫

সকাল সকাল ক্রিকেটবিশ্বে বড় এক চমক! ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়! সিডনি সিক্সার্স হঠাৎ ঘোষণা দিল, বিরাট কোহলি নাকি তাদের দলে যোগ দিচ্ছেন! দুই মৌসুমের জন্য সিক্সার্সের হয়ে খেলবেন এই ভারতীয় তারকা— এমনটাই জানানো হয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে।
সেই পোস্টে কোহলির একটি গ্রাফিকসহ বড় হরফে লেখা, ‘ওয়েলকাম বিরাট কোহলি’। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। কেউ কেউ আনন্দে উচ্ছ্বসিত, কেউ আবার বিস্মিত! কিন্তু কিছুক্ষণ পরেই জানা গেল, এটি নিছকই এপ্রিল ফুলের কৌতুক!
আজ ১ এপ্রিল, বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুল’ উদযাপনের দিন। সিডনি সিক্সার্সও মজা করতে গিয়েই এমন পোস্ট দিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার সময় ভারতের তুলনায় এগিয়ে থাকায় অনেক উপমহাদেশীয় ভক্ত সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে সত্যি ভেবেছিলেন! পরে তারা বুঝতে পারেন, এটি ছিল নিছক ঠাট্টা।
এক ভক্ত মজা করে লিখেছেন, ‘ভালো কৌতুক ছিল! প্রথমে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি ভিন্ন টাইমজোনে থাকায় একদিন পিছিয়ে আছি, তাই বিশ্বাস করাটা কিছুটা স্বাভাবিক!’
যদিও বাস্তবে কোহলি সিডনি সিক্সার্সে যোগ দিতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, কোনো সক্রিয় পুরুষ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। শুধুমাত্র অবসর নেওয়া ক্রিকেটাররা এসব লিগে অংশ নিতে পারেন। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
এমবি//